Loading...

3 Steps Formula For Success

Please click here for your free E-Book.

Free E-book

Image

Why LIC Agency?

  • ভারতবর্ষের একমাত্র সরকারী জীবন বীমা সংস্থা। গ্রাহকের টাকা ফেরৎ দেওয়ার সরকারী গ্যারান্টি রয়েছে।
  • ভারতবর্ষের সবথেকে বড়ো জীবনবীমা কোম্পানি। মোট সম্পত্তির পরিমান 38,04,610 কোটি টাকা (৩১/০৩/২০২১ পর্যন্ত)।
  • ভারতীয় রেলওয়ের পর দ্বিতীয় বৃহত্তম স্থাবর সম্পত্তির মালিক।
  • গ্রাহক সন্তুষ্টিতে বিশ্বে একনম্বর। ধারাবাহিক ভাবে বিশ্বাসযোগ্যতার শীর্ষে।
  • অতুলনীয় সামাজিক অবদান। দেশের পরিকাঠামো নির্মাণে এক এবং অদ্বিতীয়।
  • সুখে -দুঃখে সবসময়ে মানুষের পাশে। মানবিক সংস্থার জ্বলন্ত উদাহরণ।

Benifits Of LIC Agency

Image
Ask Us, We Are Happy To Answer

Frequently Ask Questions

আমি কেন আপনার সাথে জয়েন করবো?

বর্তমান প্রজন্মের গ্রাহকদের চিন্তা-ভাবনা , পছন্দ-অপছন্দের দিকে নজর রেখে আমরা একদল নতুন ঝকঝকে Tech savy তরুণ তরুণীদের নিয়ে নতুন দল গড়ছি যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অদম্য পরিশ্রমে আগ্রহী, যারা নিত্য নতুন জিনিস শিখতে এবং তার প্রয়োগে আগ্রহী। আপনি যদি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চান এবং তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ পেতে চান, আপনি যদি সাধারণ থেকে অসাধারণ হতে চান তাহলে আমাদের সাথে যোগ দিন। ফোন বা হোয়াটস্যাপ করুন নিচে দেওয়া নম্বর এ।

যদি আপনি নূন্যতম মাধ্যমিক পাস্ হয়ে থাকেন তাহলে আপনার ADHAR কার্ড , PAN কার্ড , মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র , সাম্প্রতিক ফটো, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি আমাদের Whatsapp করুন। এরপর IRDAI এর একটি পরীক্ষায় পাস্ করার পর আপনি এজেন্ট হিসেবে কাজ করতে পারেন।
কুছ কিয়ে বিনা জয়জয়কার নেহি হোতা হ্যায় ।

আপনাকে প্রথমেই একটি সুদীর্ঘকাল ধরে প্রচলিত প্রথা ভাঙতে হবে। ভারতবর্ষে অধিকাংশ ক্ষেত্রে যেভাবে বীমা বিক্রি করা হয়ে আসছে তা বর্তমান প্রজন্মের গ্রাহকদের মোটেই পছন্দ নয়। তাই বীমা বিক্রি নয়, আপনার কাজ হল আধুনিক গ্রাহকদের বীমা কিনতে সাহায্য করা। বীমা কিভাবে একজনের জীবনকে আরো উন্নত করে তোলে, পরিপূর্ণ করে তোলে তা তুলে ধরায় হল আপনার কাজ। ব্যাঙ্ক , পোস্ট অফিস, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, সব বিষয়েই আপনাকে জানতে হবে যাতে করে কোথায় টাকা রাখলে গ্রাহকের প্রয়োজন সবচাইতে ভালোভাবে মিটবে সেটা আপনি জানাতে পারেন প্রতিটির তুলনামূলক বিচার করে

হ্যাঁ আছে। তবে সেটা আপনার নিজস্ব। আপনি কত টাকা রোজগার করতে চান সেটাই আপনার জন্য টার্গেট। আর এজেন্সি টিকিয়ে রাখার জন্য যে মিনিমাম বিজিনেস দিতে হয় সেটি হলো বছরে এক লক্ষ টাকা অথবা ১২ টি লাইফ অথবা ৬ টি লাইফ এবং ৫০ হাজার টাকা। আরো বিস্তারিত জানতে আমাদের ফোন বা হোয়াটস্যাপ করুন। কৌশিশ করনে বালোকি কভি হার নহি হোতা হ্যায় ।

নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আপনার স্বপ্নের বাড়ি কয় তলার হবে এবং কোথায় করতে চান ? প্রতিমাসে কত টাকা রোজগার করার স্বপ্ন আপনার আছে ? বার্ধক্যে কত টাকা পেনশন পেতে চান ? বিদেশে কোথায় বেড়াতে যেতে চান ? আপনার স্বপ্নের গাড়ি কোনটি এবং এর দাম কত ? এরপর দেখুন আপনি যে পেশায় আছেন সেখান থেকে এগুলো পূরণ করা সম্ভব কিনা ? যদি সম্ভব না হয় , তাহলে অবশ্যই lic এজেন্সী আপনার জন্য শ্রেষ্ঠ উপায়। কারণ এটি আপনার বর্তমান পেশার সাথেই করতে পারবেন। বেঁচে তো সকলেই থাকে, কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং নির্ভর করে আপনার ইনকাম এর উপর।

১। আপনি এজেন্ট হিসাবে সফল হতে তখনি পারবেন যদি আপনি অনায়াসে অন্যের বাড়ি যেতে পারেন।
২। আপনার আড্ডা দেওয়ার দক্ষতা থাকে।
৩। আপনার মনোযোগ দিয়ে অন্যের কথা শোনার অভ্যাস থাকে।
৪। Facebook, Whatsapp , Telegram এসবে স্বচ্ছন্দ থাকতে পারেন।
৫। নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব তৈরী করতে পারেন।
৬। আপনার মধ্যে সততা এবং বিশ্বাসযোগ্যতা থাকে।

Happy Agents

Our Agents Review